বিকাশ স্বর্ণকার, সোনাতলা : আজ রবিবার বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রেললাইনের পার্শ্বে কচুরী পানার নিচে চাপা পড়া অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশের জলাশয়ে কচুরী পানা পরিস্কার করতে এসে একজন কৃষক একটি লাশ ভাসমান অবস্থায় দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় আনে। নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি এবং লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী অজ্ঞাত ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)