আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় শ্রমিকলীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে রামানন্দেরআঁক গ্রাম থেকে রাজিহার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনোতোষ বিশ্বাসকে গ্রেফতার করেছে।
একই দিন রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজিহার ইউপি সদস্য ব্যবসায়ী ফকরুল ইসলাম মামুনকে তার নিজ গ্রাম বাশাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার নবাগত ওসি মো. মামুন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা একটি মামলায় সন্ধিগ্ধ আসামী। সোমবার সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২৫)
