মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর শহরের ২ নং শকুনি এলাকার নকশি কাথার অফিসে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বপ্নের সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ইতালী প্রবাসী মো. ইমরান মুন্সির আর্থিক অনুদানে এই কর্মসূচি পালন করা হয়। মাদারীপুরে পায়ে চালিত রিকসা প্রায় বিলুপ্তির পথে। হাতে গোনা কয়েকজন এই রিকসা চালিয়ে সংসার চালায়। সারা দিন যে টাকা হয়, তা দিয়ে তাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে পাচজন রিকসা চলককে চাল, ডাল, তেল, লবন, আলু, পিয়াজসহ অন্যান্য খাবার কিনে দেয়া হয়েছে। খাবার পেয়ে রিকসা চালক মো. নজলুর ইসলাম, মকবুল বেপারী, মো. ছালাম. জালাল উদ্দিন খোন্দকার ও কানাই খুব খুশি হয়েছে।
রিকসা চালক জালাল উদ্দিন খোন্দকার বলেন, পায়ে রিকসা চালিয়ে যে টাকা পাই তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। কারণ এখন সবাই ব্যাটারী চালিত রিকসায় চরে। আমাদের রিকসায় কেউ চরতে চাইনা। তাই এই খাবারগুলো পেয়ে আমাদের অনেক উপকার হলো।
(এএসএ/এসপি/ডিসেম্বর ১৫, ২০২৫)
