সিংড়া প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২৫জন গুলিবিদ্ধ ও মহিলা সহ ৩০জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৯টায় উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউপির বেড়াবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে বাবু সরদার, খুকু মনি ও জাহানারা বেগমকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ সাইফুল ইসলাম ও দানেশকে বন্দুক এবং রামদাসহ আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চলনবিলের মাছ মারা সহ আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে রেজাউল করিম রেজা-সাইফুল ইসলামের সাথে আবদুস সামাদ-আমজাদ মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে রেজা ও সাইফুল গ্রুপের লোকজন বেড়াবাড়ি গ্রামের মোল্লা পাড়া ঘেরাও করে এলোপাথারি গুলি ছুড়ে। এতে মোল্লা পাড়া গ্রামে মহিলা সহ কমপক্ষে ২৫জন গুলিবিদ্ধ ও ৩০জন আহত হয়। আহতরা হলেন, সেন্টু মোল্লা (২৫), আসমা (৪০), রেজাউল করিম (২৪), স্বপন (২৭), খোরশেদ (৬০), শফিকুল ইসলাম (২৪), তফিজ উদ্দিন সরকার (৩৫), ফেরদৌস প্রাং (৩২), আবদুল আলীম, কাওছার আলী (২৮), জামাল (২০), মজনু (২২), মোহর সরদার (২০), সবুজ প্রাং (২২), গোলজার মোল্লা (৫০) সহ আরো অনেকে।

এঘটনায় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং সাইফুলকে একটি বাড়ীতে আটক করে রাখে। চলনবিলের দূর্গম এলাকা হওয়ায় বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিংড়া থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টায় সাইফুল ও দানেশকে বন্দুক এবং রামদাসহ আটক করা হয়।

এসময় স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার মুনসী সাহাবুদ্দিন, সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

(এমএমএএআর/পি/ডিসেম্বর ১৯, ২০১৪)