শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলার জুশুরগাঁওয়ের বাইপাস বাগানবাড়িতে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি খন্দকার মাইনুল করিম এর সভাপতিত্বে এবং ১নং সিনিয়র সহ-সভাপতি মো: সায়েম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির ৩ নং সদস্য আব্দুল বাতেন খান শামিম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান আতা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলেরঢাকা বিভাগের যুগ্ম আহবায়ক ও সরকারি শ্রীনগর কলেজের সাবেক ভিপি মো: শহিদুল ইসলাম মিল্টন প্রমুখ।

(এই/এএস/ডিসেম্বর ১৬, ২০২৫)