তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এহসান মিয়া (১৪) নামে এক স্কুল ছাত্র ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ এহসান কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের টেইলার্স ব্যবসায়ী মোশারফ মিয়ার ছেলে ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

এ ঘটনায় স্কুল ছাত্র এহসানের বাবা মোশারফ মিয়ার গত ১১ ডিসেম্বর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

সাধারণ ডায়রিতে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে খাঁয়েরহাট গ্রামের বাড়ি থেকে বের হয় এহসান। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে অনেক খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। তাই তাকে খুঁজে পেতে ও আইনগত ব্যবস্থা নিতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

নিখোঁজ স্কুল ছাত্র এহসানের বাবা মোশারেফ মিয়া বলেন, ‘৮ দিন হয়ে গেল, ছেলের খোঁজ পাচ্ছি না। তবে আমাদের ধারণা এহসান কাশিয়ানী রেলওয়ে জংশন থেকে ট্রেনে করে কমলাপুর চলে গেছে। সেখানে হয়তো কোনো চক্রের হাতে পড়ে গেছে। ওর চিন্তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। আমি আমার ছেলে ফিরে পেতে চাই। এজন্য পুলিশের সহযোগিতা পেতে থানায় জিডি করেছি।’

কাশিয়ানী থানারউপ-পরিদর্শক (এসআই) মো.নুর আলম মিয়া বলেন, ‘নিখোঁজ স্কুল ছাত্রের বাবা খানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এ ব্যাপারে সব থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত রয়েছে।’

(টিবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)