সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়।
এদিন সকালে উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, সালথা প্রেসক্লাব, সালথা সরকারি কলেজ, সালথা সাব-রেজীস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ, উপজেলা এনসিপি, উপজেলা গণঅধিকার পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাবসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্বরে বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের মেলা) এর উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, মোঃ জসিম মোল্যা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
