কাভার্ড ভ্যানের চাপায় ঈশ্বরদী থানার ডিএসবি’র ইন্সপেক্টর ও এএসআই নিহত
ঈশ্বরদী প্রতিনিধি : কাভার্ড ভ্যানের চাপায় পাবনা জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর ঈশ্বরদী জোনের এক ইন্সপেক্টর ও এক এএসআই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলা ডিএসবি’র ঈশ্বরদী জোনের ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান কাভার্ড ভ্যানের চাপায় নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে এবং এএসআই কায়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামে।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) ঈশ্বরদী থানা জোনে যোগদান করেন। মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন। এ সময় লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পাবনায় পাঠানো হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। এ ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া ফেলেছে।
(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
