জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মো. ইউসুফ আলী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ উপলক্ষে জেলা ও উপজেলা শহরে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
(আরআর/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
