আগৈলঝাড়ায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে সেরাল গ্রাম থেকে গ্রেফতার করেছে পুািলশ।
অপরদিকে একই দিন রত্নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দ বিশ্বাসকে সোমবার ভোর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার নবাগত ওসি মো. মামুন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা একটি মামলার সন্দেহভাজন আসামী। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
