ধামরাইয়ে উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
দীপক চন্দ্র্র পাল, ধামরাই : বিজয় দিবস পালন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। বিজয় দিবসের সকলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ সালমান হাবিব এর নের্তৃত্বে ধামরাই হার্র্ডিঞ্জ উচ্ছ বিদ্যালয় ও কলেজ মাঠে বর্ণাঢ্য আযোজনে সকাল নটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন কর্মসুচী শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,সহ অন্যান্য সরকারী বেসরকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ সালমান হাবিব বলেন, ১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর সকাল নটায় ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ৫১০ জন মুক্তিযেদ্ধাদের সমবর্ধনা প্রদান করা হয়। এবং ১১ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সকাল সাড়ে নটায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুলের, ছাত্র- ছাত্রী, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইডের সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রর্দশন করা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণ কারীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
এবার বিজয় দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য আযোজন থাকলেও কিছু ক্রটির জন্য বিরক্তির পরিবেশ সৃষ্টি হয়। যেমন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ সালমান হাবিবের বক্তব্য দেবার সময় মাইক বন্ধ হয়ে যায়, পরে ঠিক করা হয়। অনুষ্ঠানের পরিবেশনা ছিল সংক্ষিপ্ত। অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।
অনুষ্ঠানে অংশ গ্রহনকারী সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া সাজ সজ্জায় পরিবেশ ছিল চমৎকার।
(ডিসিপি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
