হত্যা ও বিস্ফোরক মামলা
দিনাজপুরে আ.লীগ নেতা সিআইপি শেখ শাহ আলম গ্রেফতার
শাহ্ আলম শাহী, দিনাজপুর : এক বিএনপি নেতার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে ধরা খেলেন দিনাজপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী, হত্যা ও বিস্ফোরক, টেন্ডারবাজিসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগের নেতা সিআইপি শেখ শাহ আলম। বিএনপি নেতার জন্মদিনে কেক কাটা সেই ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনে (ক্রাইম এন্ড অপস্) এর নেতৃত্বে গত সোমবার রাতে তাকে নীলফামারীর সৈয়দপুর থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিআইপি শাহ আলম দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির এক নেতার ১২ ডিসেম্বর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ঠিকাদার সিআইপি শাহ আলম। আর সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিএনপির ছত্রছায়ায় অবস্থানরত শাহ্ আলমকে গ্রেফতারের দাবি তুলে অনেকেই। ফলে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, হত্যা ও বিস্ফোরক, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর জেলার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম ওরফে জীবন (৩৯)কোতয়ালী থানার কাঞ্চন কলোনীর মৃত আঃ আজিজের ছেলে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি শেখ মোঃ শাহ আলম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি'সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। তিনি বিগত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ করাসহ বির্তকিত ভূমিকা পালন করেন, যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পালাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হত্যাসহ মোট ৭ (সাত) টি জিআর মামলা রয়েছে।
(এসএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
