রাজৈরে মহান বিজয় দিবস উদযাপন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন সকালে উপজেলা চত্ত্বরে দিনব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন, নির্বাহী কর্মকর্তা এর শুভেচ্ছা বক্তব্য, কুচকাওয়াজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে, পুরুষ্কার বিতরণ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবস টি উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বেলা ১১ টায়, রাজৈর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল ও মাধ্যমিক একাডেমী সুপারভাইজার, ননী গোপাল ঘোষ এর যৌথ সঞ্চালনায়, বক্তব্য রাখেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ, আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নং নাহিদ নিয়াজ শিশির, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আনোয়ার কাজী, যুদ্ধকালীন কমান্ডার, কাইয়ুম মীর, বীর মুক্তিযোদ্ধা যোগমায়া সাহা রায়, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রমুখ।
পরিশেষে মুক্তিযুদ্ধাও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উন্নত মানের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
(বিডি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
