একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করে পাংশা উপজেলা প্রশাসন,থানা পুলিশ, পৌরসভা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯ টায় পাংশা জর্জ স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক। এ সময় মঞ্চে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

(একে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)