বাগেরহাটে পুকুরে যুবকের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশীর পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রাম থেকে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে। তার মাথার পেছনে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাব্বির হাওলাদার ওই গ্রামের কৃষক ইউনুস হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানায়, রাতে সাব্বির নিজেদের জমিতে পাম্প মেশিন বসিয়ে পানি সেচ দিতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পায় পরিবার। সকালে বাড়ির পাশের একটি পুকুর পারে জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুকুর তল্লাশি করে তার মরদেহের সন্ধান পায়। প্রতিবেশী একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে সাব্বিরের পরিবারের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যু প্রকৃত কারণ জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এসএসএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৫)
