স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে এই আশঙ্কার মধ্যেও জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি ৩০০ আসনের সবগুলোতেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

এদিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব শামীম পাটোয়ারী।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট—কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এসব শঙ্কা সত্ত্বেও জাপা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

শামীম পাটোয়ারী বলেন, আমরা একটি ভোটমুখী দল। আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী।

তবে নির্বাচন ঘিরে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দলটির অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষায়, সরকার ও নির্বাচন কমিশন যদি আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।

এ সময় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাপার মহাসচিব।

তিনি বলেন, সামনের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, বিশ্বাসযোগ্য ও প্রতিফলনমূলক না হয়, তাহলে ভবিষ্যতে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে—এমন আশঙ্কা আমরা করছি।

(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)