নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস–১৬ ডিসেম্বর পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরকান্দাবাসী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে।

(পিবি/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)