বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির অধীনে সোনাতলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ৪৭৮ জন পরিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির অধীনে সোনাতলায় বৃত্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই পরিক্ষা চলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন কেজি স্কুলের ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণীর ৪৭৮ জন কমলমতি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অফিস সুত্রে জানা গেছে, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রংপুর হতে প্রতিবছরের ন্যায় এবারো ৬১ জেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার বগুড়া জেলায় সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী ও শেরপুর এই সোসাইটির অধীনে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রংপুর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ এনামুল হক জানান, শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি জেলার প্রায় পরিক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা পরিদর্শন করেন।
সোনাতলা কেন্দ্র সভাপতি জিএম খাইরুল আনাম ও কেন্দ্র সচিব মোঃ শাহাদুতজামান জানান, বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান এই ৪টি বিষয় নিয়ে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর এর উপর পরীক্ষা নেয়া হয়। তবে খাতা মূল্যায়ন করে মেধাবীদের বৃত্তির আওতায় আনা হবে।
এদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই গল্প গুজবে মেতে ছিলেন। কেউবা কেনাকাটায় সময় পার করছেন। অনেকেই বলাবলি করছিলেন বহুদিন পর পরীক্ষায় এরকম উৎসবমুখর পরিবেশ চোখে পড়লো।
(বিএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৫)
