পাবনা-৩
মনোনয়নপত্র সংগ্রহ করলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি
শামীম হাসান মিলন, চাটমোহর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই সর্বত্র উৎসবমুখল পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু করেছে মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা। নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা।
পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে এসে তাঁর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন। মনোনয়নপত্র সংগ্রহকালে হাসান জাফির তুহিনের সহধর্মিনী নিলুফা জাফির তুহিন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব ভিপি আব্দুল হাকিম খান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, বর্তমান সদস্য সচিব নুর মোজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ উপস্থিত ছিলেন। এ
ছাড়া চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, বিএনপি নেতা অ্যাড. আরিফা সুলতানা রুমা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, স ম আতাউর রহমান তোতা, মোঃ গিয়াস উদ্দিন, যুবদল নেতা ফারুক হোসনে, ছাত্রদরে ফুলচাঁদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের বলেন, আজকে বিভিন্ন ঘাত-প্রতিঘাত পার করে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারি সরকারের শাসন ব্যবস্থার পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সর্ব বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে আমি নমিনেশন ফরম সংগ্রহ করেছি। পাবনা-৩ এলাকার জনগনের কাছে আমি কৃতজ্ঞ। কয়েক মাসের মধ্যেই আমি আকুণ্ঠ সমর্থন পেয়েছি।
তিনি বলেন, আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। যিনি আমাকে এই এলাকায় নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আজকে আমি সানন্দচিত্রে আনন্দঘন পরিবেশে নমিনেশন তোলা হলো, আল্লাহ যেন আমাদের সবার ইচ্ছা এবং নিয়ত কবুল করেন। সবার কাছে আমি এই দাবি ও দোয়া চাচ্ছি।
(এসএইচ/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৫)
