ওসমান হাদী হত্যার প্রতিবাদে আগৈলঝাড়ায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা শেষে সর্বস্তরের জনতার ব্যানোরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ও ভেগাই হঅলদার পাবলিক একাডেমীর শিক্ষক, কেন্দ্রীয় মসজিরে পেশ ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছে ফ্যাসিষ্ঠ সরকারের লেকজন। শহীদ হাদীর আদর্শকে বুকে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে। একই সঙ্গে শহীদ হাদীর হত্যাকারী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায়।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৫)
