সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

সালথা উপজেলার বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আই লাভ চত্বর থেকে একটি মশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক সজীব আল ইসলাম, সদস্য সচিব সজিব মিয়া, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পি প্রমূখ।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ২০, ২০২৫)