উত্তরাধিকার নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কাঠমান্ডুর হোটেল জি রামায়ণ-এ প্রদান করা হয়েছে। 

এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বেস্ট টিচার এবং কালচারাল অ্যাম্বাসিডার সম্মাননায় ভূষিত হয়েছেন জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ক শিক্ষক ইমরান আলম রোজ।

নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এবং সাউদ এশিয়ান বিসনেসম্যান পার্টনারশীপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ইমরান আলম রোজ বাংলাদেশের ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ সদস্যের একটি সাংস্কৃতিক দল নিয়ে অংশ গ্রহণ করেন। হৃদয়গ্রাহী সাংস্কৃতিক উপস্থাপনায় অনন্য ভূমিকা রাখায় এই সম্মাননা তাঁকে প্রদান করা হয়।

ভারত, চীন, নেপাল এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইমরান আলম রোজ এর দলটি বেস্ট গ্রুপ হিসেবে খ্যাত অর্জন করে। প্রতিযোগিতা শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেপাল সরকারের প্রতিনিধি পরিষদের স্পিকার দেব রাজ ঘিমিরে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্ত, সাবেক মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, সংসদ সদস্য এক নাথ ঢাকাল, তারা লামা তামাং এবং ধুলিখেল পৌরসভার মেয়র আশোক ব্যাঞ্জু।

(আরএআর/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)