অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি : দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১৪ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার ১২টি উপজেলায় এ অভিযান চালায় পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ পক্ষে আজ শনিবার গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিপ্লব মিয়া,আশুতোষ কুমার সাহা টিটু, মোঃ করিম মিয়া, কবির হোসেন, সুমন খান, শফিক তালুকদার, মোঃ শাকিল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ নওজেস আলী, মোঃ সেলিম হোসেন, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল খালেক ও আমিনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং দি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
(এসএম/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)
