শাহ্ আলম শাহী, দিনাজপুর : 'বাংলার ঐতিহ্য রক্ষায় বাংলা স্কুল' শ্লোগানে দিনাজপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো পুনর্মিলনী উৎসব' ২০২৫।

আজ শনিবার দিন-রাত ব্যাপী অনুষ্ঠানে আড্ডা,স্মৃতিচারণ, সেল্ফি তোলা,আলোচনা সভা ও বাঙালি ভুড়ি ভোজ সহ ছিলো নানা আয়োজন। ১৮৫৭ সালে স্থাপিত ১৬৮ বছর ধরে বহমান এই ঐতিহ্যবাহী স্কুলের পুরনো শিক্ষার্থীরা উৎসবে যোগ দিতে দেশ ও দেশের বাইরের দূর-দূরান্ত থেকে ছুঁটে আসেন আগত পুরনো বন্ধুদের কাছে পেয়ে আনেকে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। আড্ডা দেন, সেল্ফি তুলেন। স্মৃতি চারণে ভেসে যান অনেকেই।

বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন আয়োজিত উৎসবে এ কে এম মেহেরুল্লাহ বাদলের সভাপতিত্বে আনুষ্ঠানিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক জনতার সংবাদের সাম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, কন্ঠ শিল্পী ফেরদৌস রহমান, আবু তাহের, বদরুদ্দোজা, সাবেক কাউন্সিলর, ফয়সাল হাবিব সুমন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাবেক কমিশনার হারুন উর রশীদ রাজা, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক মঞ্জুরুল হক মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুর রহমান দুলাল, আখতারুল ইসলাম রাঙ্গাসহ অনেকেই। আলোচনা সভা শেষে রাতে বাঙ্গালি ভুড়ি ভোজের আয়োজন করা হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)