শামীম হাসান মিলন, চাটমোহর : “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠণে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহর উপজেলার আদিবাসীদের নিয়ে গঠিত জাতীয় আদিবাসী পরিষদ এর চাটমোহর উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের গুনাইগাছা ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রূপম কুমার মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন কুমার মন্ডলের সঞ্চালনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী।

অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স, সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি নাটোর জেলা কমিটির সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, চাটমোহর উপজেলা কমিটির সভাপতি আনন্দ লোহার, সাধারণ সম্পাদক রতন কুমার সরদার প্রমুখ।

বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার দাবি জানান। এছাড়া আদিবাসীদের জীবন যাপেেন মান উন্নয়নে বিভিন্ন দাবি সম্বন্ধে আদিবাসীদের সচেতন করেন। একই সাথে সরকারের কাছে দাবি দাওয়া বাস্তবায়নের দাবিতে আদিবাসীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন আদিবাসীদের ভোটের গুরুত্ব উল্লেখ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই সুচিন্তিত ভোট প্রদাণের আহবান জানান।

চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আদিবাসী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

(এসএইচ/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)