তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুক্তার অলংকার ও অন্যান্য সামগ্রী তৈরিতে হাতে কলমে দক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্যোক্তাদের ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আজ রবিবার সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রধান অতিথি প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রশিক্ষণের ২টি ব্যাচে ঢাকা-বরিশাল ও খুলনা বিভাগের ১০ জেলার ৩০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা অংশ নিয়েছেন।

এ সময় প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মো: খায়রুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, প্রশিক্ষক বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফেরদৌস সিদ্দিকী, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান বলেন, প্রকল্প এলাকায় ঝিনুকের প্রাচুর্য বৃদ্ধিতে পাইলটিং আকারে ঝিনুক ও মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। শামুক ও ঝিনুক এবং মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন ও মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে ‘বিএফআরআইর কারিগরি সহায়তা গ্রহণ করা হয়েছে। প্রদর্শনী থেকে উৎপাদিত শামুক ও ঝিনুক বিক্রয়ের মাধ্যমে চাষির বিকল্প আয় বৃদ্ধি পাবে। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পে ১শ’টি ঝিনুক প্রদর্শনী এবং ২শ’ টি ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বাস্তবতার নিরিখে ও স্থানীয় উপযোগিতার ভিত্তিতে প্রদর্শনীর একক আয়তন কম-বেশি রয়েছে। এছাড়াও উৎপাদিত মুক্তা দিয়ে অলংকার ও অন্যান্য সামগ্রী এবং মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে আগ্রহী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে সংশ্লিষ্ট কাজে দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২ ব্যাচে একই সাথে ২টি ভেন্যুতে প্রকল্প এলাকার মোট ৩০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা স্থানীয় মৎস্য দপ্তরের সহায়তায় পণ্য উৎপাদন করবেন। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মৎস্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা, উদ্যোক্তা এক্সপার্টদেরকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা জানান।

(টিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)