ঝিনাইদহের জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জয়দিয়া মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ব্যানার, লিফলেট, পোস্টারসহ মৎসজীবি ও হালদার সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। সে সময় জয়দিয়া বাওড়ের সভাপতি শ্রী শীতল হালদার, সাধারণ সম্পাদক রনজিদ হালদার, শ্রী নীলকুমার হালদার, নিতাই হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট মামলার নিস্পত্তির জন্য নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে জয়দিয়া বাওড় মৎস্যজীবীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
(এইচআর/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
