ফরিদপুর- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শাহ্ আকরাম আলী
সালথা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ২ (সালথা-নগরকান্দা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ আকরাম আলী।
আজ রবিবার দুপুরে ফরিদপুর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সালথা উপজেলা সভাপতি মুফতী মফিজুর রহমাস সহ ফরিদপুর- ২ আসনের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে মাওলানা শাহ্ আকরাম আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং প্রশাসন নিরপেক্ষভাবে সহায়তা করে, তাহলে ফরিদপুর- ২ আসনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ।
(এএন/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
