ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার হলিধানী বাজারে এ দোয়া মাহফিলের মহিলা দল।
এতে জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা মৌসুমী জাহিদ, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট খাস রহমত প্রত্যাশা করেন।
(এইচআর/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
