ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের থেকে চুরি হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে প্রায় সারা রাত ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই মোটরসাইকেলসহ চোর চক্রের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে উপস্থিত গণমাধ্যমকে জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। সেটির সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোতয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার ১২৫ সিসি ও একটি এ্যাপাসি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার (২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার (৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম (২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক (২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ (২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম (৩৪)।
অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে তারা। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটির মাধ্যমে যেকোন মোটরসাইকেল চালু করা যায়।
এসআই নুর আরও জানান, এর আগেও এরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করা শুরু করেছে।
এছাড়া, আসামিরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেপ্তারকৃ আসামিদেরকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে নিশ্চিত করেছে কোতয়ালি থানা পুলিশ।
(আরআর/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
