লালপুরে ডেভিল হান্ট ফেজ- ২ অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
লালপুর প্রতিনিধি : ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে নাটোরের লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করেছে পুলিশ। তোফা লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার নওপাড়া গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেফতার লালপুর থানা পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন তোফাকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লালপুর উপজেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এ পর্যন্ত ডেভিল হান্ট ফেজ- ২ এর অভিযানে লালপুর উপজেলা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা রোধে অভিযানে আরও গ্রেফতার হতে পারে।
(এমএইচ/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
