নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোননপত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দূল ছালামের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তবিবুর রমান মনু ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিউল্লাহ।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
(আরএম/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
