চাটমোহরে ওআরখান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
চাটমোহর প্রতিনিধি : ওআরখান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার কাতুলী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও রাষ্ট্রীয় শোক পালনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনিসুর রহমান সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহ-সভাপতি শাহীন রহমান, কোষাধ্যক্ষ এনামুল হক, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার, হযরত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান অপু প্রমুখ।
পরে সমাজের অসহায় দু:স্থ, হতদরিদ্র, গরীব মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা। এছাড়াও চাটমোহর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সবমিলিয়ে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যানের ওমরা পালন করতে যাওয়াসহ দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যুুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার যুগান্তরের মাল্টিমিডিয়ায় নভেম্বর মাসে দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
(এসএইচ/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
