দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের কোতোয়ালী থানায় সংঘটিত রতন শেখ (৪৫) হত্যাকাণ্ডের অন্যতম আসামি শ্রাবণ (২৮) কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব-১০ এর এক বিশেষ অভিযানে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে নিহত রতন শেখের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল আসলেও তিনি ফোন রিসিভ না করায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন ডাঙ্গীর পাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা লাশ দেখতে পায়। পরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে লাশটি তার স্বামী রতন শেখের বলে শনাক্ত করেন।

তদন্তে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা রতন শেখকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে ওই স্থানে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিরা পলাতক থাকলেও র‍্যাব-১০ গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শ্রাবণের অবস্থান শনাক্ত করে। এরপর রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)