রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর যৌথ উদ্যোগে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ (CCHP) বিষয়ক এক মতবিনিময় ও ডায়ালগ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের টং ইকো রিসোর্টে এই সভার আয়োজন করা হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

সভার শুরুতে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার-এর ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা।

মতবিনিময় সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান। সামাজিক সচেতনতা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ।স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং সরকারি টিকাদান কর্মসূচিতে সরাসরি সহায়তা। পরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি।

মতবিনিময় সভায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি উপজেলাসহ রাঙ্গামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা দুর্গম পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)