রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের বিশেষ অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল দু’টি বিরল প্রজাতির ময়না পাখি।  

আজ সোমবার দুপুরের দিকে কাপ্তাই বন বিভাগের একটি চৌকস দল উপজেলার ঢাকাইয়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে পাখি দুটি উদ্ধার করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্য থেকে বন্য পাখির ছানা সংগ্রহ করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের পায়তারা করছে। তথ্যের সত্যতা যাচাই করে বন বিভাগের কর্মীরা ঢাকাইয়া কলোনিতে অভিযান চালালে পাচারকারীরা পাখি দুটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। উদ্ধারকৃত পাখিগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শীঘ্রই এগুলোকে শেখ রাসেল এভিয়ারি পার্কে হস্তান্তর করা হতে পারে।

‘বন বিভাগের পক্ষ থেকে সাধারণ জনগণ এবং পরিবহন সংশ্লিষ্টদের (বাস ও ট্রাক চালক) প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই বন্যপ্রাণী বা পাখি পরিবহন না করা হয়। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাচারকারীদের তথ্য দিয়ে বন বিভাগকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনারা পাশে থাকলে কাপ্তাইয়ের কোনো বন্যপ্রাণীই আর পাচার হতে দেওয়া হবে না, একটি চক্র নিয়মিতভাবে বনের মায়াবী পরিবেশ নষ্ট করে মা পাখির কোল থেকে ছানা ধরে এনে পাচারের অপচেষ্টা চালাচ্ছে। উদ্ধারকৃত ময়না দুটি বর্তমানে কাপ্তাই রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে।’

বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বন্য পাখি ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন দণ্ডনীয় অপরাধ।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৫)