বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শো-রুমের মালিক পিন্টু আকন্দ (৪০)কে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাস যোগে অপহরণের কয়েক ঘন্টা পর পার্শ্ববর্তী আদমদীঘি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর কিছু সময় পর অভিযান চালিয়ে অপহরণে ব্যবহৃত মাইক্রেবাস সহ চালক সানোয়ার হোসেন (৪২)কে আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত শেষরাতের দিকে দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ এলাকা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌরসদরে পাদুকার একটি শোরুম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

পুলিশ আরো জানায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দের শোরুমের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে ৬/৭ জনের দুর্বৃত্তের দল অস্ত্রে মুখে তাকে অপহরণ করে। তাদের ধারনা মতে অপহৃত পিন্টু আকন্দকে দুর্বৃত্তরা কৌশলে হত্যা করে মাইক্রোবাসের সিটের নিচে লাশ ঢেকে রাখে। অনুমান ৩/৪ ঘণ্টা পর শেষ রাতের দিকে আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রাম এলাকায় মাইক্রেবাসটি অচল হলে দুর্বৃত্তরা লাশ ও মাইক্রোবাস ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। যদিও অপহরণের পর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মাইক্রোবাসটির অবস্থান নিশ্চিত করে উল্লেখিত স্থান থেকেই লাশ উদ্ধার করে। রাতেই দুপচাঁচিয়া থানা পুলিশ মাইক্রোবাস ও চালক সানোয়ার হোসেন সহ আরেকজনকে সন্দেহ ভাজন কে আটক করে থানায় আনে।

সহকারী পুলিশ সুপার (আদমদীঘি,দুপচাঁচিয়া) সার্কেল উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন, নিহতের স্ত্রী বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় ৬/৭ অজ্ঞাত নামা দিয়ে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে একটি মাইক্রোবাস এবং এর চালক সহ আরেকজন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

(বিএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)