পাবনায় বিএনপি নেতা বিরু মোল্লা হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় গুলিতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হত্যার প্রধান আসামি জহুরুল মোল্লা পুলিশের হাতে গ্রেপ্তার।
আজ মঙ্গলবার সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয় এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল।
তিনি বলেন, র্যাবের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর থেকে জহুরুলাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান গান ও একটি রিভাল বার রিভলবার ২৬ রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার সব সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
(এনএন/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)
