পাবনা-৪ আসনে বিএনপি ঘরানার সুপ্রিম কোর্টের আইনজীবী স্বতন্ত্র প্রার্থী
ঈশ্বরদী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি ঘরানার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার তার প্রতিনিধিরা ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা শামসুদ্দোহা পিপপু, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, সুজন আলী ও ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর ইমন।
অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিনিধি শামসুদ্দোহা পিপপু বলেন, “অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী দীর্ঘদিন ধরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে আসছেন। সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশার কারণেই আজ এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।”
এ বিষয়ে অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী বলেন, “জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং এলাকার জনগণের চূড়ান্ত মতামতের ওপর।”
(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)
