ময়মনসিংহে সাংবাদিক, কবি ও সংগঠক স্বাধীন চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রাণের আড্ডা
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে কবি, সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক স্বাধীন চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সোহরাব পাশা, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বীর মুক্তিযোদ্ধা কবি কাজী আলমগীর, কবি ও গবেষক সোহেল মাজহার।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কবি পঙ্কজ পাল, কবি মোজাহিদুল ইসলাম নাজিম, কবি আবদুল ওয়াদুদ, কবি ও আবৃত্তিকার আমজাদ শ্রাবণ, কবি সোমা ঘোষ মনিকা, সাংবাদিক নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ, সংস্কৃতিকর্মী স্বচ্ছ দেসহ আরও অনেকে।
বক্তারা স্বাধীন চৌধুরীর সাহিত্যকর্ম, সম্পাদকীয় অবদান ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীন চৌধুরী তার লেখনী ও সংগঠকসত্তার মাধ্যমে এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক স্বর্ণা চাকলাদার এ্যানি।
(এনআরকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)
