রবিউল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর আপিল বিভাগের -অন-রেকর্ড হিসেবে অনুমতিপ্রাপ্ত হওয়ায় এসএম আরিফ মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়ে‌ছে। 

বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী শাখার উ‌দ্যো‌গে অত্র কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন সংবর্ধিত এডভোকেট এসএম আরিফ মন্ডল।

এতে আরো বক্তব্য রাখেন, পল্লী অগ্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. মুশফিকুর রহমান মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিয়াসাত রিফাত নবী, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবেদুর রহমান সবুজ প্রমুখ।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন।

উল্লেখ্য; গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মো. আব্দুস সামাদ মন্ডল বাদশাহ’র ছেলে এডভোকেট এসএম আরিফ মন্ডল। তিনি স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন-এর আপন মামাতো ভাই। বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর আপীল বিভাগের তিনজন মাননীয় বিচারপতির সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সুযোগ লাভ করেন এডভোকেট এসএম আরিফ মন্ডল। পলাশবাড়ী উপজেলার তিনি প্রথম আইনজীবী হিসেবে আপীল বিভাগে তালিকাভুক্ত হয়েছেন।

(আরআই/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)