সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে জীবিত হরিণ উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে হরিণটিকে উদ্ধার করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা আবিয়ার রহমান বলেন, ধারণা করা হচ্ছে হরিণটি সুন্দরবনের গভীর বনাঞ্চল থেকে নদী পার হয়ে লোকালয়ে আসে। এবং গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন পার্কের পূর্ব পাশ দিয়ে হরিণটি ছুটে এসে পশ্চিম পাশে নদীতে লাফিয়ে পড়ে তখন এলাকাবাসী হরিণটিকে নদী থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়ছে।
(আরকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)
