গৌরনদীতে সাংস্কৃতিক জোট ও যুবলীগ নেতা গ্রেপ্তার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রফুল্ল বিশ্বাস এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা খোকন খানকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ভীমেরপাড় ও বার্থী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ডেভিল হান্টের অভিযানে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)
