আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব “বড়দিন” উপলক্ষে বরিশালের গৌরনদীর ২৮টি গির্জা ও চার্চে শুভ বড়দিন উদ্যাপন করা হয়েছে। বড়দিনের মধ্যরাতে প্রতিটি গির্জায় ধর্মীয় সংগীত, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠান সহ গির্জা ও চার্চের আঙ্গিনায় সাজানো হয় গোশালা সহ ক্রিষ্টমাস ট্রি। পাশাপাশি প্রতিটি গির্জা ও চার্চে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

এ উপলক্ষে বুধবার রাতে গৌরনদীর ধর্মপল্লীতে সুধী সমাবেশ ও আনুষ্ঠানিক ভাবে কেককাটা হয়। কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি সানজিদা আক্তার, গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ সহ অন্যান্যরা।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)