ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের দীর্ঘদিন ধরে কর্মবিরতি চলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা হুমকির মুখে পড়েছে। গত ১৮ নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ৬ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে সময় পাড় করছেন। 

আন্দোলনকারীরা জানান, ১৪ তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবী জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় তিনটি পদে ৮০ জন কর্মী রয়েছেন যারা শিশুদের ১১টি রোগের টিকা প্রদান ছাড়াও মহিলাদের টিডি টিকা এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকেন। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর টিকা মজুদ থাকলেও কর্মীদের কর্ম বিরতি থাকায় মাঠ পর্যায়ে শিশু ও মহিলারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মবিরতির ফলে সকল প্রকার রিপোর্টিং কার্যক্রমও বন্ধ রয়েছে। মাঠ পর্যায়ে ২শ ৬৪টি অস্থায়ী ও হাসপাতালে একটি স্থায়ী টিকা কেন্দ্র রয়েছে। হাসপাতালের স্বায়ী কেন্দ্রটিতেও টিকাদান কর্মসূচী বন্ধ থাকার ফলে প্রতিদিন দূর থেকে আসা সেবা প্রার্থীরা ফিরে যাচ্ছেন বিরক্ত হয়ে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবু বিশ্বাস বলেন, আমার ছেলের টিকা নেয়ার সময় হলেও কোথাও টিকা পাচ্ছি না। তাই অজানা আতংক বিরাজ করছে সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে। আশু এ সমস্যার সমাধান হওয়া জরুরি।

ঈশ্বরগঞ্জ উপজেলা হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল হক হলুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল মাসুম নিরব জনান, সরকারের পক্ষ থেকে আমাদের দাবী বাস্তবায়নে বিভিন্ন সময় আশ্বাস প্রদান করলেও কোন বিষয়ই আলোর মুখ দেখেনি। দেই দেই করে কোন কিছুই দিচ্ছে না। তালবাহানা করে সময় পাড় করছে তাই আমাদের দাবী আদায়ে আমরা আমাদের কর্মসূচী কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চালিয়ে যাব।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন বলেন, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা টিকাদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করে করে থাকে। কিন্তু তাদের কাজ ও রিপোর্টিং বন্ধ থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া শিশুদের টিকা নির্দিষ্ট সময় না দিতে পারলে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

(এন/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৫)