ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার গোল চত্ত্বর সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হালুয়াঘাট রোডে অবস্থিত মা ইলেকট্রিক নামীয় একটি দোকানের গোডাউনে আগুনের প্রজ্বলিত শিখা দেখা যায়। এসময় পার্শ্ববর্তী টেইলার্সের দোকান ও কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
(এসআই/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)
