প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলে আরও দুজন সদস্য রয়েছেন। বৈঠকে চলমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৫)
