দিনাজপুর সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা।
আজ রবিবার সকালে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেম দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সহ- সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, আনিসুল হক বাদশা, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
(এসএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)
