শামীম হাসান মিলন, চাটমোহর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসন থেকে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এবং চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রবিবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার এবং চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে তিনি মনোনয়পত্র দাখিল করেন।

এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজির সরকার, ফরিদপুরের বিএনপি নেতা এ্যাড. মজিবর রহমান, ভাঙ্গুড়ার লিটন, কেএম সাইদ-উল ইসলাম কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

(এসএই/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)