স্টাফ রিপোর্টার : নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি পুষ্পস্তবক অর্পণের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম মদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)